হিজাব বিধান না মানায় টার্কিশ এয়ারলাইনসের অফিস বন্ধ !

Home Page » জাতীয় » হিজাব বিধান না মানায় টার্কিশ এয়ারলাইনসের অফিস বন্ধ !
শুক্রবার ● ১২ জুলাই ২০২৪


 টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট

বঙ্গ-নিউজ: টার্কিশ এয়ারলাইনসের তেহরান অফিসে কর্মরত নারীরা ইরানের আইন অনুযায়ী বাধ্যতামূলক হেডস্কার্ফ বা হিজাব পরিধান করছিলেন না। গত সোমবার পুলিশ অফিসে গিয়ে তাদের হিজাব আইন লঙ্ঘনের বিষয়ে সতর্ক করে। কিন্তু নারী কর্মীরা পুলিশের সঙ্গে তর্ক জুড়ে দেন। পরদিন পুলিশ আবারও অফিসে গেলে নারী কর্মীদের হিজাববিহীন অবস্থায় দেখতে পেয়ে অফিসটি বন্ধ করে সিলগালা করে দেয়।

ইরানের রাজধানী তেহরানে টার্কিশ এয়ারলাইনসের একটি অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে দেশটির পুলিশ। হেডস্কার্ফ বা হিজাব বিধান না মানায় পুলিশ এ পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।

দুই দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার অফিসটি পুনরায় খুলে দেওয়া হয়। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ইরানের আইন অনুযায়ী কর্মক্ষেত্রে ও ঘরের বাইরে নারীদের হিজাব বা মাথা ঢেকে রাখা বাধ্যতামূলক। নারী কর্মীরা হিজাব না পরায় ইতোপূর্বেও অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৫০:১৬ ● ১০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ