চট্টগ্রামে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৩

Home Page » প্রথমপাতা » চট্টগ্রামে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৩
শুক্রবার ● ১২ জুলাই ২০২৪


 ছবি : সংগৃহীত

বঙ্গনিউজঃ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মিলিটারিপুল এলাকায় অটোরিকশায় ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালখালী থেকে পটিয়ার দিকে যাচ্ছিল একটি দ্রতগামী ট্রাক। অপরদিকে পটিয়া বাদামতল থেকে যাত্রী নিয়ে বোয়ালখালীর ফুলতলে যাচ্ছিল একটি অটোরিকশা। পথে অটোরিকশাকে ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক নারী ও শিশু নিহত হয়। আহতাবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে একজনকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১১:২৪:৪৭ ● ১২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ