কোটা বাতিল বেআইনি,সরকার অনুপাত পরিবর্তন করতে পারবে:হাইকোর্ট

Home Page » জাতীয় » কোটা বাতিল বেআইনি,সরকার অনুপাত পরিবর্তন করতে পারবে:হাইকোর্ট
বৃহস্পতিবার ● ১১ জুলাই ২০২৪


ফাইল ছবি বাংলাদেশ হাইকোর্ট

বঙ্গ-নিউজ: প্রয়োজন অনুযায়ী সরকার কোটার অনুপাত পরিবর্তন করতে পারবে বলে মত দিয়েছেন হাইকোর্ট। গত ৫ জুন দেওয়া সংক্ষিপ্ত রায়ে, যা আজ (১১ জুলাই) প্রকাশিত হয়েছে, বিচারপতি কে এম কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ ২০১৮ সালে সরকার কর্তৃক কোটা বাতিলকে বেআইনি ঘোষণা করেন।

রায়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারীদের সন্তানদের জন্য কোটা পুনর্বহালের পাশাপাশি জেলা, নারী, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ অন্যান্যদের জন্য বরাদ্দকৃত কোটা বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে, আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যেকোনো পাবলিক পরীক্ষায় যদি কোনো কোটা পূরণ না হয়, তাহলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্য পদ পূরণে বাধা নেই।

‘যেকোনো পাবলিক পরীক্ষায় যদি কোনো কোটা পূরণ না হয়, তাহলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্য পদ পূরণ করতে বিবাদীরা স্বাধীন,’ রায়ে আরও বলা হয়।

উল্লেখ্য, গত ৩০ জুন হাইকোর্ট কর্তৃক মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের আদেশের পর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নেতৃত্বে দেশব্যাপী কোটা ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ চলছে।

বাংলাদেশ সময়: ২০:১৮:২৪ ● ১৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ