যুক্তরাজ্যে মন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক ও রুশনারা আলী

Home Page » বিশ্ব » যুক্তরাজ্যে মন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক ও রুশনারা আলী
বুধবার ● ১০ জুলাই ২০২৪


 টিউলিপ সিদ্দিক ও রুশনারা আলী

বঙ্গনিউজঃ ইতিহাস গড়ে ব্রিটেনের প্রথম ব্রিটিশ-বাংলাদেশি মন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক ও রুশনারা আলী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক লেবার সরকারের নগরমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন।

৪১ বছর বয়সী টিউলিপ লেবার পার্টির হয়ে আর্থিক সেবা খাতে দলীয় নীতি প্রণয়নে যুক্ত আছেন ২০২১ সাল থেকে। টিউলিপ ২০১৫ প্রথমবার এমপি হন। পরে ২০১৭ ও ২০১৯ সালেও পুনর্নির্বাচিত হন।এর আগে ব্রিটিশ পার্লামেন্টে বিরোধী দল লেবার পার্টির এমপি হিসেবে ছায়া সরকারে বিভিন্ন দায়িত্ব পালন করা টিউলিপ এবার লেবার সরকারের দায়িত্ব পেতে পারেন বলে ভোটের আগে থেকেই আলোচনা চলছিল। ৪ জুলাই জাতীয় নির্বাচনে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন টিউলিপ সিদ্দিক।লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির হয়ে লড়েন তিনি। ব্রিটিশ সরকারের মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিক মূলত ব্রিটেনের নগরগুলোর অর্থনীতি উন্নয়নে চ্যান্সেলর রেচেল রিভসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।অন্যদিকে পাঁচবারের এমপি রুশনারা আলীকে সরকারের হাউজিংবিষয়ক মন্ত্রণালয়ের পলিসিগত ডেভেলপমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। রুশনারা আলী ২০১০ সালে প্রথম ব্রিটিশ বাংলাদেশি হিসেবে এমপি হন। রুশনারা লেবার পার্টির ছায়া মন্ত্রিসভায় ছিলেন।

বাংলাদেশ সময়: ৯:২১:৪৮ ● ২০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ