অবকাঠামো,জ্বালানি এবং পরিবহন খাতে বিনিয়োগকে স্বাগত: চীনে শেখ হাসিনা

Home Page » জাতীয় » অবকাঠামো,জ্বালানি এবং পরিবহন খাতে বিনিয়োগকে স্বাগত: চীনে শেখ হাসিনা
মঙ্গলবার ● ৯ জুলাই ২০২৪


ফাইল ছবি-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গ-নিউজ:চীনা ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের অবকাঠামো, জ্বালানি এবং পরিবহন খাতে বিনিয়োগকে স্বাগত। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানিসহ জ্বালানি খাতে চীনা বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। জলবায়ু সহিষ্ণু স্মার্ট কৃষি চীনের সাথে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে সহযোগিতার নতুন দুয়ার খুলে দিয়েছে।’

বিশ্বের সবচেয়ে উদার বিনিয়োগ নীতির সুফল নিতে চীনা ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশের প্রধান খাতগুলোতে বিনিয়োগের জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার দিনের চীন সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার ‘বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ’ শীর্ষক এক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগের জন্য এটাই উপযুক্ত সময়।’

তিনি আরও জানান, বাংলাদেশ তিনটি বিশেষ পর্যটন অঞ্চল স্থাপন করার পরিকল্পনা করছে যেখানে চীনা বিনিয়োগকারীরা রিয়েল এস্টেট এবং আতিথেয়তা খাতে বিনিয়োগ করতে পারে।

চীনা উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের তথ্যপ্রযুক্তি, পর্যটন, কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং উন্নয়নমূলক খাতে ব্যাপক হারে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে পোর্টফোলিও বিনিয়োগের সুযোগ অন্বেষণের জন্যও আহ্বান জানাই।’

প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুঁজিবাজারকে বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে সক্রিয়ভাবে কাজ করছে। শক্তিশালী বন্ড মার্কেট তৈরিতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলেও তিনি উল্লেখ করেন।

এসময় বাংলাদেশ ও চীনের বিভিন্ন কোম্পানির মধ্যে ১৬টি সমঝোতা স্মারক (এমওইউ) বিনিময় হয়। এই শীর্ষ সম্মেলনে বাংলাদেশ ও চীনের শত শত ব্যবসায়ী নেতা, বিনিয়োগকারী এবং উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

এই সম্মেলনে বাংলাদেশ ও চীনের কয়েকশ ব্যবসায়ী নেতা, বিনিয়োগকারী এবং উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২০:৩৬:৩৬ ● ৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ