মনে হয়েছে নতুন অভিজ্ঞতা হবে: পার্থ

Home Page » বিনোদন » মনে হয়েছে নতুন অভিজ্ঞতা হবে: পার্থ
রবিবার ● ৭ জুলাই ২০২৪


 পার্থ বড়ুয়া

বঙ্গনিউজঃ সংগীতশিল্পী হিসেবে চিনলেও নাটক-সিনেমায় অভিনয় করে এরইমধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন সোলস ব্যান্ডের কর্তা পার্থ বড়ুয়া। আয়নাবাজি ও মেড ইন চিটাগং সিনেমাগুলোতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। যদিও এরপর আর নতুন সিনেমার খবরে ছিলেন না পার্থ। তবে লম্বা বিরতির পর এবার নতুন সিনেমার খবর দিলেন ভক্তদের। চুক্তিবদ্ধ হয়েছেন সরকারি অনুদানের ‘নীল জোছনা’ সিনেমায়।মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি-বিষয়ক উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন ফাখরুল আরেফীন খান। এতে ডা. তরফদার নামের একটি চরিত্রে অভিনয় করছেন তিনি।ছবিটিতে অভিনয়ের কারণ প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘পরিচালক আরেফীনের সঙ্গে আমার বন্ধুত্ব চমত্কার। যখন গল্পটা শোনায়, তখনই ভালো লাগে। চরিত্রটাও পছন্দ হয়। আমার কাছে মনে হয়েছে নতুন অভিজ্ঞতা হবে। কয়েকদিনের শুটিংও বেশ উপভোগ্য মনে হচ্ছে।’পার্থ বড়ুয়া প্রসঙ্গে নির্মাতা আরেফীন বলেন, ‘ডা. তরফদার চরিত্রের জন্য পার্থ বড়ুয়া মানানসই হবে। সেই জায়গা থেকে তার সঙ্গে যোগাযোগ করি এবং তিনি চিত্রনাট্য দেখে সিনেমায় অভিনয়ের জন্য রাজি হন। এই ধরনের চরিত্রে পার্থদাকে এর আগে কেউ দেখেননি।’

‘নীল জোছনা’ নির্মাণ করছেন ফাখরুল আরেফীন খান। এর আগে তিনি ‘ভুবন মাঝি’, ‘গণ্ডি’, ‘জেকে ১৯৭১’ নির্মাণ করেছেন।অন্যদিকে, দীর্ঘ ১৬ বছর পর ‘নীল জোছনা’র মাধ্যমে চলচ্চিত্রে ফিরছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সিনেমাটিতে তিনি পার্থ বড়ুয়ার সঙ্গে জুটি বাঁধছেন। শাওনকে সর্বশেষ দেখা গেছে ২০০৮ সালে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ ছবিতে। তারপর অভিনেত্রীকে আর কোনো সিনেমায় পাওয়া যায়নি

বাংলাদেশ সময়: ১০:২৬:১৭ ● ২৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ