আজ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী

Home Page » প্রথমপাতা » আজ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী
শনিবার ● ৬ জুলাই ২০২৪


যুব মহিলা লীগের লোগো

বঙ্গনিউজঃ আজ ৬ জুলাই। আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০০২ সালের এ দিনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের এক ঝাঁক সাবেক নারী নেতৃত্ব নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন। প্রতিষ্ঠার পর থেকে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার বিরোধী আন্দোলনের সক্রিয়ভাবে মাঠে ছিল নারী এ সংগঠন। তৎকালীন সরকার নানান মামলা-হামলাকে উপেক্ষা করে সংগঠনটির নেতা কর্মীরা ছিলেন রাজপথে। এক/এগারোর সরকারের সময়েও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মুক্তির আন্দোলনে ভূমিকা রেখেছিল যুব মহিলা লীগ। কিন্তু ২০০৯ সাল থেকে টানা চার মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সংগঠনটির নেতা কর্মীদের বিরুদ্ধে নানান অভিযোগ সামনে আসে। তা কাটিয়ে উঠতে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় যুব মহিলা লীগ।যুব মহিলা লীগকে শক্তিশালী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির সংগঠনে পরিণত করতে ২০২২ সালের ডিসেম্বরে সম্মেলন করা হয়। সেখানে আলেয়া সারোয়ার ডেইজিকে সভাপতি ও শারমিন সুলতানা লিলিকে সাধারণ সম্পাদক করা হয়।প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নানান কর্মসূচি নিয়েছে যুব মহিলা লীগ। তার মধ্যে রয়েছে আগামীকাল শনিবার সকাল ৭টায় বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন। সকাল ১০টায় ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। সাড়ে ১০ টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটবে সংগঠনটি। একই সঙ্গে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে যুব মহিলা লীগের প্রতিনিধি দলের শ্রদ্ধা নিবেদন করবে।এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে বছরব্যাপী ২ লাখ ২২ হাজার গাছের চারা রোপণ করবে যুব মহিলা লীগ। বন্যা দুর্গত এলাকায় যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বন্যার্ত মানুষের পাশে থাকার জন্য সংগঠন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ৯:৪৬:০৯ ● ৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ