যুক্তরাজ্যের নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে লেবার পার্টি

Home Page » বিশ্ব » যুক্তরাজ্যের নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে লেবার পার্টি
শুক্রবার ● ৫ জুলাই ২০২৪


 কিয়ার স্টারমার-ঋষি সুনাক

বঙ্গনিউজঃ যুক্তরাজ্যের নির্বাচনে ফল ঘোষণা শুরু হয়েছে। বাংলাদেশ সময় সকাল নয়টা পর্যন্ত বিরোধী দল লেবার পার্টি ১৭৩ আসনে জয়ী হয়েছে। আর কনজারভেটিভ পার্টি ২৭টি আসনে জয় পেয়েছে। আর লিবারেল ডেমোক্রেটিক পার্টি জয় পেয়েছে ১৯টি আসনে। আশা করা হচ্ছে, লেবার পার্টি ৪১০ আসনে জয় পাবে। আর কনজারভেটিভ পার্টি জয় পাবে ১৩১ আসনে।সামাজিক মাধ্যমে লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার হলবন ও সেন্ট প্যানক্রাস আসনে জয়ের পর বলেছেন, ‘পরিবর্তন শুরু হয়েছে…এখন আমাদের দেওয়ার সময়।’লেবার পার্টির এই নেতা হলবন ও সেন্ট প্যানক্রাসের জয়কে বড় পাওয়া হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘এটা আমার বাড়ি। যেখানে আমার সন্তানেরা বড় হয়েছে। আমার স্ত্রীর জন্ম হয়েছে।’ তিনি ভালোবাসা ও সমর্থনের জন্য পরিবারকে ধন্যবাদ জানান। কনজারভেটিভ পার্টির জ্যাকব রিসমগ বলেন, রাতটি দলের জন্য খুবই হৃদয়বিদারক।বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে বুথফেরত জরিপ বলছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে রয়েছে বিরোধী দল লেবার পার্টি। ভোটের চূড়ান্ত ফল একই হলে যুক্তরাজ্যে টানা ১৪ বছর পর ক্ষমতা থেকে সরবে কনজারভেটিভ পার্টি। বিদায় নেবেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

ধারণা করা হচ্ছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে লেবার পার্টি সরকার গড়লে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন স্যার কিয়ার স্টারমার ।

বাংলাদেশ সময়: ৯:৩৬:২৮ ● ১৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ