রাম ছাগল: স্বপন চক্রবর্তী

Home Page » সাহিত্য » রাম ছাগল: স্বপন চক্রবর্তী
বুধবার ● ৩ জুলাই ২০২৪


দামী প্রতিষ্ঠানে পড়াতে

মায়েদের মন নেই ঘরেতে

সোনার ছেলে হতে হবে
সেই মানসে সময় কাটে
প্রশংসায় প্রহর যায় স্কুলের বৃক্ষতল।
**
সবার শ্রেষ্ঠ সন্তান হবে
ধন্য ধন্য সবে বলবে
দেশ সেরা বানাতে তাই
ঢালে কড়ি-শ্রম।
**
সময় গেলে সময় পাবে
অর্থ-কড়ি বৃথা যাবে
অনুসূচনা অন্তহীন হবে
না হলে ভাল ফল।
**
নজর নেই গৃহকাজে
গাছ তলাতে গল্প বাজে
তবুও চিন্তা মনে বাজে
ঈর্ষা চোখে দেখে যেন সবে সন্তানের ফলাফল।
**
পরীক্ষা দিয়ে বাইরে এলে
উত্তরটা তুই কি যে দিলে !
মাস্টার-নোট বই গেলো বিফলে ?
মোবাইল তোকে খেয়েছে গিলে,গেলি যে রসাতল।
**
এতো চেষ্টা গেলো বিফলে
সব টাকা যে গেলো জলে
লেখা ছিল বুঝি কর্মফলে
নীরব পিতা, মা প্রায় পাগল।
**
তার চেয়ে ঢের ভালো ছিল
চোখের জল সম্বল হলো
কত লোক বিখ্যাত হলো
কিনে রামছাগল।

সংগৃহীত ছবি- রামছাগল

বাংলাদেশ সময়: ২২:০৭:৩১ ● ৩০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ