শাকিবের নৃত্যগুরু আজিজ সিসিইউতে
Home Page »
বিনোদন »
শাকিবের নৃত্যগুরু আজিজ সিসিইউতে
বঙ্গনিউজঃ ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নৃত্য পরিচালক আজিজ রেজা হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, তিনি হার্ট অ্যাটাক করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আরেক নৃত্য-পরিচালক হাবিব রহমান।তিনি বলেন, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নৃত্য-পরিচালক আজিজ রেজার চিকিৎসা চলছে। সেখানে সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। হার্টে একটি রিং পরানো হয়েছে। এখন সিসিইউতে আছেন। কথাও বলতে পারছেন। আজিজ রেজা এখন পর্যন্ত ১ হাজার ৯৬টি গানের কোরিওগ্রাফি করেছেন। ঢালিউডের অসংখ্য কাজের বাইরেও টালিউডেও তিনি কাজ করেছেন। আরেক নৃত্য পরিচালক আমির হোসেন বাবুর হাত ধরে আজিজ রেজা চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র রসিয়া বন্ধু সিনেমায় তিনি আমির হোসেন বাবুর সহকারী হিসেবে কাজ করেন।পরে এককভাবে চলচ্চিত্রে নৃত্য নির্দেশনা দেন এম এ মালেক পরিচালিত তুফান মেঘ চলচ্চিত্রে। এ সিনেমাটিই তাকে সবার কাছে গ্রহণযোগ্য করে তোলে। নৃত্য পরিচালনায় আজিজ রেজার কর্মপরিধি দেশ ছাড়িয়ে বিদেশেও বিস্তৃত হয়েছে। কলকাতার ১৯টি সিনেমায় তিনি নৃত্য পরিচালনা করেছেন। নৃত্য নিয়েই তিনি পৃথিবীর একুশটির বেশি দেশে ভ্রমণ করেছেন। আজিজ রেজার হাত ধরে অনেক নায়ক নায়িকা চলচ্চিত্রে প্রবেশ করেন। তাদের মধ্যে রয়েছেন দেশের নম্বর ওয়ান নায়ক শাকিব খানও।
বাংলাদেশ সময়: ১১:২২:০২ ●
১৩৮ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)