গণমাধ্যমকে কোনো নির্দেশ নয়,বরং অনুরোধ করা হয়েছে:মনিরুল ইসলাম

Home Page » জাতীয় » গণমাধ্যমকে কোনো নির্দেশ নয়,বরং অনুরোধ করা হয়েছে:মনিরুল ইসলাম
সোমবার ● ১ জুলাই ২০২৪


সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মনিরুল ইসলাম

বঙ্গ-নিউজ: বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তাদের বিবৃতিতে গণমাধ্যমকে কোনো নির্দেশ দেয়নি, বরং অনুরোধ করেছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মনিরুল ইসলাম।

সোমবার সকালে হলি আর্টিজান হামলার শিকারদের স্মরণে নির্মিত ‘দীপ্ত শপথ’ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এআইজি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম বলেন, `আমরা সাংবাদিকদের কোনো আদেশ দেইনি, বরং অনুরোধ করেছি। এখন এটা সাংবাদিকদের বিবেচনার ভেতর যে তারা আমাদের অনুরোধ রক্ষা করবেন কি না।’

উল্লেখ্য, সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমে অবসরপ্রাপ্ত ও কর্মরত কয়েকজন পুলিশ কর্মকর্তার অজ্ঞাত আয়ের উৎস থেকে বিপুল পরিমাণ সম্পদের খবর প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন একটি বিবৃতি প্রকাশ করে গণমাধ্যমকে বাহিনী সম্পর্কে যেকোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করার আহ্বান জানায়।

পুলিশ বাহিনী কারো ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় নেবে না বলে জানানো সত্ত্বেও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন এমন বিবৃতি প্রদান করেছে এমন প্রশ্নের জবাবে এসবি প্রধান বলেন, ‘আমরা সবসময় বলে এসেছি যে, কোনো ব্যক্তির কর্মকাণ্ডের জন্য বাহিনীকে দায়ী করা যাবে না। আমরা এখনো আমাদের অবস্থানে অটল। কিন্তু একইসঙ্গে কিছু অতিরঞ্জিত এবং পক্ষপাতদুষ্ট তথ্য প্রচার করা হচ্ছে। যেমন, আমাদের একজন কর্মকর্তা সম্পর্কে বলা হয়েছে যে, তিনি পরিবার নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। কিন্তু তিনি পালিয়ে যাননি। এ জন্যই আমরা প্রতিবাদলিপি পাঠিয়েছি এবং সেই সঙ্গে অনুরোধও জানিয়েছি।’

মনিরুল ইসলাম আরও বলেন, “আমরা প্রতিবাদলিপিতে কোনোরকম নির্দেশনা দেইনি; আমরা আপনাদের কোনো আদেশ দেইনি। শুধু পুলিশ নয়, যেকোনো সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করে নেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। আসলে, পেশাগত দৃষ্টিকোণ থেকে যে কেউ এ কথা বলতে পারেন। এখন এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার যে আপনারা আমাদের অনুরোধ রক্ষা করবেন কি না। আমরা শুধু একটি অনুরোধ জানিয়েছি।’

বাংলাদেশ সময়: ২০:৩৪:১৬ ● ১১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ