আজ থেকে ৪৪ দিন বন্ধ কোচিং সেন্টার

Home Page » শিক্ষাঙ্গন » আজ থেকে ৪৪ দিন বন্ধ কোচিং সেন্টার
শনিবার ● ২৯ জুন ২০২৪


 ফাইল ছবি

বঙ্গনিউজঃ চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা রবিবার শুরু হবে। এই পরীক্ষাকে নকলমুক্ত ও সুষ্ঠু করতে শনিবার থেকে ১১ আগস্ট পর্যন্ত ৪৪ দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। গত ৫ জুন শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ তথ্য জানান।এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ডের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল)/ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। এরমধ্যে ছাত্রসংখ্যা ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন এবং ছাত্রী ৭ লাখ ৫০৯ জন। এবার মোট কেন্দ্র ২ হাজার ৭২৫টি ও মোট শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ৪৬৩টি।

বাংলাদেশ সময়: ১২:৫৩:৫৬ ● ১১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ