আইএমএফের ঋণের কিস্তিসহ আরও কিছু অর্থ আসায় রিজার্ভ বেড়েছে

Home Page » অর্থ ও বানিজ্য » আইএমএফের ঋণের কিস্তিসহ আরও কিছু অর্থ আসায় রিজার্ভ বেড়েছে
শুক্রবার ● ২৮ জুন ২০২৪


প্রতীকী ছবি-ডলার রিজার্ভ বেড়েছে

বঙ্গ-নিউজ: দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন প্রায় ২২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আইএমএফের ঋণের কিস্তিসহ আরও কিছু অর্থ আসায় রিজার্ভ বেড়েছে। যদিও বাংলাদেশ ব্যাংকের হিসাবে গ্রস রিজার্ভ এখন ২৭.১৫ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক জানিয়েছেন, আইএমএফের ঋণের তৃতীয় কিস্তির ১১৫ কোটি ডলার আমরা পেয়েছি। আবার বিশ্বব্যাংক, কোরিয়া, আইবিআরডি ও আইডিবির উৎস থেকে ঋণের ৯০ কোটি ডলার এসেছে। তাতে রিজার্ভের পরিমাণ বেড়েছে।

দেশের রিজার্ভের মোটামুটি তিনটি হিসাব হয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের এক বার্তায় জানানো হয়, চূড়ান্ত হিসাবে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৭.১৫ বিলিয়ন ডলার। তবে নিট রিজার্ভের তথ্য কেবল আইএমএফকে দিয়ে থাকে বাংলাদেশ ব্যাংক।

অন্যদিকে আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম৬ ম্যানুয়াল অনুযায়ী, দেশের গ্রস রিজার্ভ এখন প্রায় ২২ বিলিয়ন ডলার। বুধবার পর্যন্ত যা ছিল ১৯.৪৭ বিলিয়ন ডলার।

দেশের ইতিহাসে ২০২১ সালের আগস্ট মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলার উঠেছিল। তবে করোনার পর থেকেই রিজার্ভ নিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

বিশেষ করে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও ভোগ্য পণ্যের দাম বেড়ে যাওয়া, আমদানি দায় মেটাতে রিজার্ভ থেকে ডলার বিক্রি, বিদেশি বিনিয়োগ কমে যাওয়া, ঋণ পরিশোধের চাপ বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে দ্রুতই কমতে শুরু করে রিজার্ভ।

বাংলাদেশ সময়: ১৮:৫১:৩৯ ● ১০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ