রোহিঙ্গা ইস্যুতে ফের চীনের সহযোগিতা চাইলেনঃ প্রধানমন্ত্রী

Home Page » অর্থ ও বানিজ্য » রোহিঙ্গা ইস্যুতে ফের চীনের সহযোগিতা চাইলেনঃ প্রধানমন্ত্রী
মঙ্গলবার ● ২৫ জুন ২০২৪


 ছবি : সংগৃহীত

বঙ্গনিউজঃ রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানে আবারও চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৪ জুন) সন্ধ্যায় জাতীয় সংসদে নিজ কার্যালয়ে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও জিয়ানচাওয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ সহযোগিতা চান তিনি।

দীর্ঘ ছয় বছরেও রোহিঙ্গা সংকট সমাধান না হওয়ায় হতাশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই অনিশ্চয়তার জন্য খুবই দুশ্চিন্তাগ্রস্ত বাংলাদেশ।’

এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যেন আন্তরিকভাবে উদ্যোগ নেন, এই বিশেষ বার্তা তাকে পৌঁছে দিতে বলেন শেখ হাসিনা।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রবর্তিত এই পররাষ্ট্রনীতির ব্যাপারে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ।’’

বাংলাদেশ সময়: ৯:১৯:২৭ ● ১২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ