সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

Home Page » এক্সক্লুসিভ » সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার ● ২৫ জুন ২০২৪


প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

বঙ্গনিউজঃ চলতি মাসে দুবার প্রতিবেশী দেশ ভারতে সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত থাকবেন। এছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, এমপি ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।প্রতিবার বিদেশ সফর শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সরকারপ্রধান। সেখানে তিনি সফর সম্পর্কে লিখিত বক্তব্য দেন। পরে উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। সেখানে উঠে আসে জাতীয় ও রাজনৈতিক বিভিন্ন সমসাময়িক ইস্যু।

বাংলাদেশ সময়: ৮:৪৭:৪৩ ● ২৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ