মুক্তির জন্য প্রস্তুত পাঁচ সিনেমা, আলোচনায় ‘তুফান’

Home Page » বিনোদন » মুক্তির জন্য প্রস্তুত পাঁচ সিনেমা, আলোচনায় ‘তুফান’
রবিবার ● ১৬ জুন ২০২৪


 তুফানঃ সাকিব খান

বঙ্গনিউজঃ কয়েক বছর ধরে শুধু ঈদ উৎসবে ছবি মুক্তির তোড়জোড় দেখা যায়। বিষয়টা এমন, বছরের অন্য সময়ের চেয়ে এই সময়ে ছবি মুক্তি দেওয়াটাই যেন নিরাপদ। ঝুঁকিমুক্ত। প্রযোজকেরাও মনে করেন, অন্য সময়ের চেয়ে ঈদে ব্যবসায়িক সফলতা হারটাও বেশি। তাই এই সময়ে সারা দেশে বছরব্যাপী বন্ধ থাকা শ খানেক প্রেক্ষাগৃহও ধুয়েমুছে প্রস্তুত করা হয়।

মাসখানেক আগে থেকেই শোনা যাচ্ছিল, ঈদুল ফিতরের মতো এবারও ডজনখানেক ছবি মুক্তি পাবে। শেষ মুহূর্তে এসে সম্ভাব্য মুক্তির তালিকা থেকে সরে আসে বাকি সব ছবি। প্রযোজক-পরিচালকদের কেউ বলেছেন, শুটিং শেষ করতে পারেননি, তাই ঈদে আসা হচ্ছে না। কেউ বলেছেন, এত ছবির ভিড়ে না এসে পরে আসাটাই ভালো হয়।

এখন সিনেমার প্রচার-প্রচারণার সবচেয়ে বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। মুক্তির আগমুহূর্তে এসে পাঁচ ছবির ট্রেলার, গান, নিত্যনতুন পোস্টার পর্যায়ক্রমে ফেসবুক, ইনস্টাগ্রামে প্রকাশ করে দর্শক টানার চেষ্টা করছে সংশ্লিষ্ট সব প্রযোজনা প্রতিষ্ঠান। এর মধ্যে ‘তুফান’, ‘ময়ূরাক্ষী’সহ অন্য ছবিগুলোর প্রযোজনা প্রতিষ্ঠান আবার তাদের শিল্পী-কলাকুশলীদের নিয়ে সংবাদ সম্মেলনও করেছে। সেখানে ছবির নানা দিক নিয়েও তারা কথা বলেছে, জানিয়েছে কেন তাদের ছবি প্রেক্ষাগৃহে গিয়ে উপভোগ করা উচিত।

এবার ছবির সংখ্যা কম হওয়ার পাশাপাশি গত বছরের তুলনায় প্রেক্ষাগৃহের সংখ্যাও কিছুটা কমতে পারে। কারণ হিসেবে জানা গেছে, ফরিদপুরের রাজিয়া, নওগাঁর মল্লিকাসহ কয়েকটি প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে গেছে। সেই দিক থেকে নিয়মিত ও অনিয়মিত মিলে মোট হলের সংখ্যা দেড় শ থাকতে পারে। গত ঈদুল ফিতরে ১৬২টি হলে ঈদের সিনেমাগুলো মুক্তি পেয়েছিল। এবার বেশির ভাগ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে এখন পর্যন্ত আলোচনার শীর্ষে থাকা শাকিব খানের ‘তুফান’। রায়হান রাফী পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী, বাংলাদেশের চঞ্চল চৌধুরী, নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু প্রমুখ।

‘তুফান’ ছবিটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ। ছবিটির দেশীয় পরিবেশনা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ শহীদুল্লাহ জানিয়েছেন, মাল্টিপ্লেক্সসহ ১২০টির বেশি হলে ‘তুফান’ মুক্তি পাবে। তিনি বলেন, ‘ফিক্সড, পারসেন্টেজ, এমজি—যেখানে যেভাবে ছবি চলে, সেভাবেই প্রেক্ষাগৃহে ছবি দেওয়া হচ্ছে। আশা করছি ১২০-এর ওপরে হল পাবে ‘তুফান’।’ চলচ্চিত্র বিশ্লেষকেরা বলছেন, এটিই এই ঈদের সবচেয়ে বড় আয়োজনের ছবি। এই সিনেমায় নিজেকে ভেঙেচুরে দর্শকদের সামনে ভিন্ন রূপে হাজির হচ্ছেন শাকিব খান। রায়হান রাফীর নির্মাণের মুনশিয়ানা নিয়েও দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ রয়েছে।

বাংলাদেশ সময়: ১২:২৭:১৮ ● ৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ