ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি

Home Page » জাতীয় » ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি
রবিবার ● ৯ জুন ২০২৪


ফাইল ছবি-টানা তৃতীয় বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী

বঙ্গ-নিউজ: ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিলেন নরেন্দ্র মোদি। আজ  সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলস চত্বরে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় ২৯ মিনিট সময় ধরে মোদীর শপথ অনুষ্ঠান চলে। পরে একে একে  সিনিয়রিটির ভিত্তিতে শপথ নিলেন রাজনাথ সিং ও  অমিত শাহ। তারপর  মোদির সঙ্গে আরও শপথ নিলেন তার নতুন মন্ত্রিসভার অন্যান্য সদস্য। খবর এনডিটিভির।

ভারতে অষ্টাদশ লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি মোদির দল বিজেপি। তাই মোদিকে গড়তে হলো জোট সরকার। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শরীকদের এবার মন্ত্রিসভায় জায়গা দিতে হচ্ছে বাধ্য হয়েই।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর নতুন মন্ত্রিসভার অর্থ, পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী -এই চার মন্ত্রণালয়ই হাতে রাখছে বিজেপি। তাছাড়া পরিবহণ, রেল, বিমান, কয়লা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরেও শপথ নেবেন মন্ত্রীরা। যদিও পুরো মন্ত্রিপরিষদ আজকেই শপথ নিচ্ছে না।

জোটের শরীক হিসেবে নতুন মন্ত্রিসভায় বিহার রাজ্যের নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেড (জেডিইউ) এবার দুটি পূর্ণ মন্ত্রীর পদ পাচ্ছে। অন্যদিকে অন্ধ্রের চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দেশম পার্টি (টিডিপি) পাচ্ছে চারটি মন্ত্রণালয়।

সূত্র জানিয়েছে, মোদির নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রীর সংখ্যা ৭৮ থেকে ৮১ জন হতে পারে। ৭টা ১৫ মিনেটে শুরু হয়ে আটটায় শেষ হয় শপথ অনুষ্ঠান।  মোদি ভারতের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি যিনি টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। এর আগে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু টানা তৃতীয়বার ক্ষমতায় ছিলেন। তবে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গড়েছিলেন তিনবার, যিই রেকর্ড ভাঙতে পারেননি মোদি।

বাংলাদেশ সময়: ২০:৩৮:০৬ ● ১৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ