আজ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

Home Page » প্রথমপাতা » আজ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
রবিবার ● ৯ জুন ২০২৪



 ফাইল ছবি

বঙ্গনিউজঃ চার দিনের সফরে আজ নিজ শহর পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সেখানে স্থানীয় ব্যবসায়ী নেতা, সরকারি কর্মকর্তা ও নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, কর্মসূচি অনুযায়ী ১২ জুন ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।জানা যায়, রাষ্ট্রপ্রধান সাহাবুদ্দিনের নিজ শহরে আগমনকে কেন্দ্র করে পাবনা শহর ও এর আশপাশে বিরাজ করছে উৎসবের আমেজ।তার সফর ঘিরে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে জেলা প্রশাসন। রাষ্ট্রপতিকে তার পৈতৃক বাড়িতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ।

বাংলাদেশ সময়: ১১:৪০:৪৩ ● ১৮০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ