ভিনিসিয়ুস–এনদ্রিক জাদুতে ব্রাজিলের জয়

Home Page » খেলা » ভিনিসিয়ুস–এনদ্রিক জাদুতে ব্রাজিলের জয়
রবিবার ● ৯ জুন ২০২৪


 গোলের পর এভাবেই জার্সি খুলে উদ্‌যাপনে মাতেন এনদ্রিক

বঙ্গনিউজঃ  কোপা আমেরিকার শিরোপা পুনরুদ্ধার অভিযান শুরুর আগে দুই প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। উত্থান–পতনের ম্যাচে ভিনিসিয়ুস-এনদ্রিক জাদুতে মেক্সিকোকে কো ৩-২ গোলে হারিয়েছে তারা।

টেক্সাসে আজ ৫৪ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর মেক্সিকো ঘুরে দাঁড়িয়ে ২-২ গোলে সমতা ফিরিয়ে আনে ম্যাচে। কিন্তু শেষ দিকে ভিনিসিয়ুস জুনিয়রের সহায়তায় এনদ্রিকের দারুণ এক গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে দরিভাল জুনিয়রের দল। এ নিয়ে টানা তিন ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করেছেন রিয়াল মাদ্রিদগামী স্ট্রাইকার এনদ্রিক।

ব্রাজিলের হয়ে অন্য গোল দুটি করেছেন আন্দ্রেস পাহেইরা ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। এই ম্যাচে নিজেদের শক্তি প্রদর্শনের চেয়ে বেঞ্চের ক্ষমতা বাজিয়ে দেখাকেই পাখির চোখ করেন ব্রাজিল কোচ দরিভাল। সে লক্ষ্যে বেশ ভালোভাবেই সফল হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ১১:২০:৩৫ ● ১৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ