মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লীতে পৌঁছালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Home Page » জাতীয় » মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লীতে পৌঁছালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শনিবার ● ৮ জুন ২০২৪


ভারতের উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা

বঙ্গ-নিউজ:বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নয়াদিল্লীতে। আজ সকাল সোয়া ১০টায় দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।  ভারতে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে যাওয়া নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নয়াদিল্লীতে মাননীয় প্রধানমন্ত্রীকে লালগালিচা সম্বর্ধনা দেওয়া হয়। তাঁর সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়েজন করে ভারত। সেখানে তিনি পারস্পরিক সার্থসংশ্লিষ্ট বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীর সংগে বৈঠক করবেন। পরে আগত অন্যান্য নেতৃবৃন্দের সাথেও আলোচনা করতে পারেন।

প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে জানানো হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রওয়ানা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে আজ সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

ফ্লাইটটি ভারতের স্থানীয় সময় দুপুর ১২টায় নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ার ফোর্স স্টেশনে অবতরণ করবে। মোদির শপথ অনুষ্ঠানে যোগদান শেষে আগামী সোমবার দুপুরে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে আগামীকাল রবিবার শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি। এর মধ্যে দিয়ে মোদি কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর পর টানা তৃতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

এবার লোকসভা ভোটে মোদির দল বিজেপি এককভাবে ২৪০ আসনে এবং তার নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩ আসনে জয়ী হয়েছে।

লোকসভা ভোটের ফল প্রকাশের পরই গত বুধবার (৫ জুন) টেলিফোনে মোদিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেলিফোন আলাপকালে শেখ হাসিনাকে নিজের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানান মোদি।

বাংলাদেশ সময়: ২০:৫০:১২ ● ১২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ