আকাশপথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যেসব বিশ্বনেতা

Home Page » বিশ্ব » আকাশপথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যেসব বিশ্বনেতা
মঙ্গলবার ● ২১ মে ২০২৪


আকাশপথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যেসব বিশ্বনেতা

বঙ্গনিউজ ডেস্ক ঃ  হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। গতকাল সোমবার বিধ্বস্ত হেলিকপ্টার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

তবে রাইসিই প্রথম নন, এর আগেও বেশ কয়েকজন রাজনৈতিক নেতা আকাশপথে দুর্ঘটনায় নিহত হয়েছেন। সলোমন আরভিড আচেটস লিন্ডম্যান সুইডেনের সাবেক রিয়ার অ্যাডমিরাল এবং দুইবারের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৩৬ সালের ৯ ডিসেম্বর এক বিমান দুর্ঘটনায় তিনি নিহত হন। র‌্যামন ম্যাগসাইসাই ছিলেন ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট। ১৯৫৭ সালের ১৭ মার্চ তাঁকে বহনকারী উড়োজাহাজ সি-৪৭ সেবু শহরে মাউন্ট মানুঙ্গালে বিধ্বস্ত হলে প্রাণ হারান ম্যাগসাইসাই। ব্রাজিলের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট থাকা অবস্থায় ১৯৫৮ সালের ১৬ জুন উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হন নেরেউ রামোস।

ইরাকের দ্বিতীয় প্রেসিডেন্ট আব্দুল সালাম আরিফ ১৯৬৬ সালের ১৩ এপ্রিল উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রাণ হারান। ১৯৬৭ সালের ১৮ জুলাই পাইপার পিএ-২৩ অ্যাজটেক ও ব্রাজিলের বিমান বাহিনীর লকহিড টি-৩৩ উড়োজাহাজের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষে প্রাণ হারান ব্রাজিলের ২৬তম প্রেসিডেন্ট হামবার্তো দে আলেনকার কাস্তেলো ব্রানকো।

ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছোট ছেলে সঞ্জয় গান্ধী নিহত হন ১৯৮০ সালের ২৩ জুন। দিল্লির সফদরজং বিমানবন্দরে সঞ্জয়ের উড়োজাহাজ নিয়ন্ত্রণ হারালে তাঁর মৃত্যু হয়।

লেবাননের প্রধানমন্ত্রী রাশিদ কারামি ১৯৮৭ সালের ১ জুন বৈরুত যাওয়ার পথে হেলিকপ্টারে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত হন।পাকিস্তানের ষষ্ঠ প্রেসিডেন্ট জেনারেল মুহাম্মদ জিয়াউল হক ১৯৮৮ সালের ১৭ আগস্ট নিহত হন। বাহাওয়ালপুর থেকে ওড়ার পরপরই তাঁর সি-১৩০ হারকিউলিস উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা চলতি বছরের ফেব্রুয়ারিতে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন।

সূত্র : এনডিটিভি

বাংলাদেশ সময়: ১০:৪৬:৪২ ● ১২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ