সফল উদ্যোক্তার তালিকায় ৯ বাংলাদেশি

Home Page » জাতীয় » সফল উদ্যোক্তার তালিকায় ৯ বাংলাদেশি
শনিবার ● ১৮ মে ২০২৪


 ফোর্বসের থার্টি আন্ডার থার্টি এশিয়া

বঙ্গনিউজ ডেস্ক : বিভিন্ন শিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ফোর্বসের ‘থার্টি আন্ডার থার্টি এশিয়া’ তালিকায় স্থান পেয়েছেন নয়জন বাংলাদেশি। বুধবার টানা নয়বারের মতো মর্যাদাপূর্ণ ‘থার্টি আন্ডার থার্টি এশিয়া’ তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। ৩০ বছরের কম বয়সী ৩০ জন ব্যতিক্রমী তরুণকে তালিকায় স্থান দেওয়া হয়েছে, যারা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন শিল্পের উল্লেখযোগ্য অগ্রগতিতে অবদান রেখেছেন। শিল্পকলা, প্রযুক্তি, যোগাযোগমাধ্যম, ফিন্যান্সসহ বিভিন্ন বিভাগে তালিকায় স্থান পাওয়া ব্যক্তিরা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে পরিবর্তন আনার পাশাপাশি উদ্ভাবন ক্ষমতা প্রদর্শন করেছেন।

তালিকায় স্থান পাওয়া ৯ বাংলাদেশি হলেন- আনুশা আলমগীর, মেহেদী স্মরণ (হ্যালো টাস্ক), রেদোয়ান আহমেদ, মো. শহিদুল ইসলাম, আবদুল গাফফার সাদী এবং এমডি তুষার (দ্রুত লোন), সুলতান মনি, মুমতাহিনা আনিকা (যাতিক), ফাহাদ আহমেদ (উইন্ড অ্যাপ)। আনুশা আলমগীর কলা ক্যাটাগরিতে স্থান পেয়েছেন। লন্ডনের রয়্যাল কলেজ অব আর্ট থেকে স্থাপত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। ২০২৩ ভেনিস বিয়েনেলে ১৮তম আন্তর্জাতিক স্থাপত্য প্রদর্শনীতে একমাত্র নারী বাংলাদেশি প্রদর্শক হিসেবে অংশ নেন আনুশা আলমগীর।

হ্যালোটাস্কের সহ-প্রতিষ্ঠাতা মেহেদী স্মরণ কনজিউমার টেকনোলজি ক্যাটাগরিতে স্থান পেয়েছেন। কাজ শুরু করেন ২০১৭ সালের সেপ্টেম্বরে। রোবট ডাকো নামে এর যাত্রা হলেও এখন এর নাম হ্যালোটাস্ক। প্রথমে অন ডিমান্ড ডেলিভারি দিয়ে শুরু করলেও ১৮ সালের ফেব্রুয়ারিতে গৃহকর্মী সেবা চালু করে হ্যালোটাস্ক অ্যাপ্লিকেশন। অ্যাপেই বাসার লোকেশন দিয়ে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অ্যাপের মাধ্যমে গৃহকর্মী ডাকা যাবে।
এ ছাড়া, রেদওয়ান আহমেদ, একজন পুরস্কার বিজয়ী ফ্রিল্যান্স সাংবাদিক, মিডিয়া, মার্কেটিং এবং বিজ্ঞাপন বিভাগে স্থান হয়েছে।

মো. শহিদুল ইসলাম, আবদুল গাফফার সাদী এবং এমডি তুষার (দ্রুত লোন) : দ্রুত লোন নামের ফিনটেক প্ল্যাটফরম বেশ বড় পরিসরে সেবা নিয়ে এসেছে যার মধ্যে আছে স্থানীয় এমএসএমই প্রতিষ্ঠানগুলোর জন্য ঋণ পাওয়ার প্রক্রিয়াকে সহজ করে আনা।

ফাইন্যান্স অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ক্যাটাগরিতে স্থান পেয়েছেন জাতিকের সহ-প্রতিষ্ঠাতা সুলতান মনি এবং মুমতাহিনা আনিকা। ‘উইন্ড ডট অ্যাপের সহ-প্রতিষ্ঠাতা ফাহাদ আহমেদ ফাইন্যান্স অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ক্যাটাগরিতে ফোর্বসের এ তালিকায় জায়গা করে নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩:২২:০৫ ● ১৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ