লোকসভা নির্বাচন,পশ্চিমবঙ্গে একদিনে মোদির ৪ জনসভা

Home Page » জাতীয় » লোকসভা নির্বাচন,পশ্চিমবঙ্গে একদিনে মোদির ৪ জনসভা
রবিবার ● ১২ মে ২০২৪


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি

বঙ্গ-নিউজ: এবার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের তৃণমূল কংগ্রেসকে ধাক্কা দিতে চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেজন্যই লোকসভা নির্বাচনের প্রচারণায় অংশ নিতে কলকাতায় অবস্থান করছেন বিজেপি নেতা মোদি। আজ রবিবার একদিনেই পশ্চিমবঙ্গে চারটি জনসভা করেছেন মোদি। খবর হিন্দুস্তান টাইমসের।

আগামীকাল সোমবার ভারতে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ হবে। এ ধাপে পশ্চিমবঙ্গের বেশ কিছু আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজ্যটিতে এবার বিশেষ টার্গেট নিয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল সন্ধ্যায় কলকাতায় এসেছেন নির্বাচনী প্রচারে। এবার লোকসভা নির্বাচনের তফসিল হওয়ার পর এই নিয়ে নবমবারের জন্য পশ্চিমবঙ্গ সফর করছেন মোদি। পশ্চিমবঙ্গে আজ রবিবার চারটি জনসমাবেশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। কেন্দ্রগুলো হচ্ছে উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলি।

সূত্র জানায়, নরেন্দ্র মোদির প্রথম জনসভাটি হলো বেলা সাড়ে ১১টার দিকে, উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের ভাটপাড়ায়। লোকসভার ব্যারাকপুর আসনে বিজেপি প্রার্থী অর্জুন সিংহের জন্য এ জনসভা করেন মোদি।

প্রধানমন্ত্রী মোদি দ্বিতীয় জনসভাটি করেছেন চুঁচুড়ায়। লোকসভায় হুগলি আসনে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যয়ের পক্ষে এ জনসভাটি হয়েছে।

পরে হুগলিতে দুপুর আড়াইটার দিকে তৃতীয় জনসভায় যোগ দেন মোদি। এ জনসভাটি হলো আরামবাগ লোকসভা আসনে বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগরের পক্ষে।

মোদি আজকের চতুর্থ ও শেষ জনসভাটি করলেন হাওড়ার সাঁকরাইলে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে।

এদিকে মোদির কঠোর সমালোচনা করেছেন সদ্য কারামুক্ত আম আদমি পার্টির প্রধান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জামিনে কারামুক্ত হওয়ার এক দিন পর শনিবার এক সমাবেশে কেজরিওয়াল বলেন, ‘এক দেশ, এক নেতা’ মিশন শুরু করেছেন মোদি।

কেজরিওয়াল বলেন, এই একনায়ক মোদি দেশের গণতন্ত্রকে শেষ করতে চান। মমতা বন্দ্যোপাধ্যয়সহ বিরোধী দলের সব নেতাকে জেলে পুরতে চান নরেন্দ্র মোদি।

বাংলাদেশ সময়: ১৯:০১:১৮ ● ১৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ