দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

Home Page » অর্থ ও বানিজ্য » দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
শনিবার ● ১১ মে ২০২৪


স্বর্ণের দাম আবাও বাড়ানো হলো

বঙ্গ-নিউজ: দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম ভরিতে ১৮৩১ টাকা বাড়ানো হয়েছে। এতে এই মানের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ২৮১ টাকা। বাজুস জানিয়েছে, আগামীকাল  থেকে নতুন দাম কার্যকর।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, দেশীয় বাজারে তেজাবী (খাঁটি) স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় জুয়েলারি স্বর্ণেরও দাম বাড়ানো হয়েছে। আজ শনিবার বিকেলে বাজুসের মূল্য নির্ধারণ কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম নির্ধারণের তথ্য জানানো হয়।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৭ হাজার ২৮১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১১ হাজার ৯৫১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৫ হাজার ৯৬০ টাকা এবং সনাতনী স্বর্ণ প্রতি ভরি ৭৯ হাজার ৩৩৯ টাকা।

এ নিয়ে টানা চতুর্থ দফায় বাড়ানো হলো স্বর্ণের দাম। এর আগে গত ৭ মে ২২ ক্যারেটের স্বর্ণে প্রতি ভরিতে দাম এক লাফে ৪৫০২ টাকা বাড়ায় বাজুস। তাতে দাম হয়েছিল ১ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা।

গত বুধবার থেকে কার্যকর হয়ে সেই দামে স্বর্ণ বিক্রি হয়েছে আজ শনিবার পর্যন্ত। তারও আগে গত ৬ মে ও ৫ মে দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়। অবশ্য তার আগে টানা ৮ বার সোনার দাম কমায় বাজুস।

বাংলাদেশ সময়: ২০:৪৪:৩১ ● ১১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ