টেকসই কৌশল ও পরিকল্পনা গ্রহণ করুন- প্রকৌশলীদের প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » টেকসই কৌশল ও পরিকল্পনা গ্রহণ করুন- প্রকৌশলীদের প্রধানমন্ত্রী
শনিবার ● ১১ মে ২০২৪


ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গ-নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দ্রুত উন্নয়নের লক্ষ্যে প্রকৌশলীদের জনবান্ধব, পরিবেশবান্ধব, ব্যয়সাশ্রয়ী, উপযোগী ও টেকসই কৌশল ও পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

আজ রাজজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ৬১তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আলোচনার মাধ্যমে দেশের উন্নয়নের কৌশল তৈরি করুন, যাতে আমরা দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে পারি।”

‘স্মার্ট বাংলাদেশের জন্য প্রকৌশল ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আইইবি ঢাকা কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য প্রকৌশলীদের পরিবেশবান্ধব পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে যে আমাদের সবসময় খরা, বন্যা ও জলোচ্ছ্বাসের মুখোমুখি হতে হবে।’

তিনি প্রকৌশলীদের দেশ ও জনগণের উপকারে টেকসই, ব্যয়সাশ্রয়ী ও উপযোগী পরিকল্পনা গ্রহণেরও আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের এমনভাবে পরিকল্পনা নিতে হবে যাতে মানুষ উপকৃত হয়, দেশ আয় বা রিটার্ন পাবে এবং অবশ্যই পরিকল্পনাগুলো বাংলাদেশের জন্য উপযোগী হবে।’

প্রধানমন্ত্রী ‘শুধু নির্মাণ ও কমিশনের উদ্দেশ্যে’ কোনো পরিকল্পনা না নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘এ ধরনের কোনো পরিকল্পনা আমার কাছে এলে আমি অনুমোদন দেব না। আমি শুধু দেশ ও জনগণের উপকারের কথা বিবেচনা করব।”

শেখ হাসিনা প্রকৌশলীদের হাওর, বিল ও পুকুরের মতো জলাশয় ভরাট করে উন্নয়নের কোনো পরিকল্পনা না নেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘প্রয়োজনে আমরা এক্সপ্রেসওয়ে নির্মাণ করব। এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে যানবাহন চলবে, নিচ দিয়ে চলবে নৌযান।’

দেশের উন্নয়নে প্রকৌশলীদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, তার সরকার প্রকৌশলীদের যৌক্তিক দাবি-দাওয়া পরীক্ষা-নিরীক্ষা করে বিবেচনা করবে।

প্রধানমন্ত্রী বিভিন্ন স্তরের প্রকৌশলী, কেন্দ্র, উপকেন্দ্র, প্রকৌশল বিভাগ ও এএমআইই পরীক্ষার স্নাতকদের স্বর্ণপদক ও সনদসহ পুরস্কারও প্রদান করেন।

অনুষ্ঠানে আইইবির সভাপতি মো. আব্দুস সবুর, সাধারণ সম্পাদক এস এম মনজুরুল হক মঞ্জু, আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে দেশের উন্নয়ন ও পরিবেশ রক্ষায় প্রকৌশলীদের অবদানের ওপর একটি অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনা প্রদর্শিত হয় এবং আইইবির ৬১তম সম্মেলন উপলক্ষে থিম সং প্রচারিত হয়।

বাংলাদেশ সময়: ২০:৩৬:১৫ ● ১১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ