ইমরান খানের স্ত্রী বুশরাকে কারাগারে স্থানান্তরের আদেশ আদালতের

Home Page » জাতীয় » ইমরান খানের স্ত্রী বুশরাকে কারাগারে স্থানান্তরের আদেশ আদালতের
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪


সংগৃহীত ছবি-ইমরান খান

বঙ্গ-নিউজ: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে কারাগারে স্থানান্তরের আদেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। ৮ মে, বুধবার তার আইনজীবী এই তথ্য জানিয়েছেন। বুশরা বিবির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেয়।

তিনি চলতি বছরের ৩১ জানুয়ারি থেকে ইসলামাবাদে তার স্বামীর বাসভবন বানিগালা ম্যানসনে গৃহবন্দী আছেন। তোষাখানা মামলায় রাষ্ট্রীয় উপহার বিক্রি করার অভিযোগে তাকে এবং তার স্বামীকে ১৪ বছরের জেল দেওয়া হয়। নিরাপত্তাজনিত কারণে সরকার তাকে গৃহবন্দী রাখার সিদ্ধান্ত নেয়। ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন।

এছাড়া গত ফেব্রুয়ারি মাসে ইমরান এবং তার স্ত্রীকে ২০১৮ সালে বিয়ে করার সময় দেশের বিবাহ আইন লঙ্ঘনের অভিযোগে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এটি ছিল সাবেক এই প্রধানমন্ত্রীর চতুর্থ এবং তার স্ত্রীর দ্বিতীয় সাজা।

এদিকে বুশরা বিবি বেশ কয়েক মাস আগে তাকে আদিয়ালা কারাগারে স্থানান্তরের জন্য আদালতে আবেদন করেছিলেন।

ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি সাংবাদিকদের জানিয়েছে, আদালত সাবেক ফার্স্টলেডি বুশরা বিবিকে আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছে।

পিটিআই জানিয়েছে, বুশরা বিবি অভিযোগ করেছেন কর্তৃপক্ষ বানিগালায় তাকে দূষিত খাবার পরিবেশন করছে।

বাংলাদেশ সময়: ৮:৫৪:৩০ ● ১১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ