বঙ্গ-নিউজ: দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ওইসব অঞ্চলে সাময়িক তাপমাত্রা কমলেও দেশের অন্যান্য এলাকায় আগামী দুই দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
আজ দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। ওইসব অঞ্চলের নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী ও সিলেট ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, দেশের বেশিরভাগ এলাকায় আজ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে যেসব জায়গায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেসব এলাকায় তাৎক্ষণিকভাবে তাপমাত্রা কমলেও সেটি বেশিক্ষণ স্থায়ী হবে না। আবহাওয়া অফিস সূত্রে আরও জানা যায় যে, আগামী সোম-মঙ্গলবার বৃষ্টি বাড়লে তখন তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।
সূত্র আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে অন্তত আগামী দুই দিন তাপপ্রবাহ অব্যাহত থাকবে। বিশেষ করে চুয়াডাঙ্গা, যশোরসহ দেশের দক্ষিণ-পশ্চিমের উপকূলীয় এলাকায় প্রচণ্ড গরম থাকবে।