বঙ্গ-নিউজ: চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে গভীর রাতে মহাসড়কে ধসের ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। খবর আল জাজিরা।
খবরে বলা হয়, বুধবার রাত সোয়া ২টার দিকে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের মেইঝো শহর এবং ডাবু কাউন্টির মধ্যে সংযোগ স্থাপনকারী এস১২ মহাসড়কের ১৭.৯ মিটার (৫৮.৭ ফুট) অংশ ধসে পড়ে। ধসে পড়া অংশে ২০টি গাড়ি আটকে পড়ে। পরে উদ্ধারকারী বাহিনী এসে এসব গাড়িতে আটকে পড়া লোকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তাদের মধ্যে ২৪ জন মারা গেছে বলে জানানো হয়। আরও ৩০ জন স্থানীয় বিভিন্ন হাসপাতালে জরুরি সেবা নিচ্ছেন বলে জানা গেছে।
চীনের রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল সিসিটিভি জানিয়েছে, হাসপাতালে থাকা লোকজনদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয়। তবে তাদের ব্যাপারেও বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রচারিত ছবিতে দেখা গেছে, বিধ্বস্ত যানবাহনগুলো একটি গভীর গর্তে পড়ে আছে। কয়েকটি উদ্ধারকারী গাড়ি সেখানে পড়ে থাকা গাড়িগুলোকে উদ্ধারের চেষ্টা করছে।
দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ওই সড়কটি বন্ধ করে দেয়। গুয়াংডং প্রদেশে ভারী বৃষ্টির কারণেই মহাসড়কের ওই অংশটি ধসে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গত মাসেও গুয়াংডন প্রদেশে প্রবল বর্ষণের কারণে বন্যার সৃষ্টি হয়েছিল। এতে এক লাখের বেশি লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এছাড়া গত সপ্তাহে এক টর্নোডোতে পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটে।