সাভার করেসপন্ডেন্টঃ
বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ নির্দেশনা অনুযায়ী আশুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। এ সময় প্রায় পঞ্চাশটি ফলজ ও ভৈজস চারা রোপণ করা হয়।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ছাত্রলীগ নেতা নাহিদ হাসানের উদ্যোগে কবিরপুর এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসেন,শাহরিয়ার আল-মামুন জিতু, কাউসার, বিজয় আহমেদ পাপ্পু সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা।
বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে নাহিদ বলেন, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনে কেন্দ্রীয় ছাত্রলীগের ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ শিমুলিয়ায় অর্ধশত ফলজ ও ভৈজস চারা রোপণ করা হয়েছে। এই কার্যক্রম আরও কিছুদিন চলমান থাকবে।
এই বৃক্ষরোপণ কর্মসূচি বিকাল চারটায় শেষ করেন এবং এর পরিচর্যা করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে এর আনুষ্ঠানিকতা সমাপ্তি ঘোষণা করা হয়।