ইরানি মিডিয়া ইসরায়েলি হামলাকে পাত্তা দিচ্ছে না

Home Page » বিশ্ব » ইরানি মিডিয়া ইসরায়েলি হামলাকে পাত্তা দিচ্ছে না
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪


রাতের ইসফাহান শহর।ফাইল ছবি

  বঙ্গনিউজঃ  ইরানের রাষ্ট্রীয় টিভি জানায়, স্থানীয় সময় ভোর ৪টার পর ইসফাহান শহরের কাছে তিনটি ছোট অজানা উড়ন্ত বস্তুকে গুলি করা হয়। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব উড়ন্ত বস্তুকে ধ্বংস করতে সক্ষম হয়েছে।

ইসফাহান প্রদেশে ইরানের একটি প্রধান সামরিক বিমানঘাঁটি ছাড়াও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রস্থল নাতাঞ্জ শহরসহ বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা রয়েছে।

এখানে সেনাবাহিনীর ঘাঁটিতে এফ-১৪ টমক্যাট জঙ্গি বিমানের একাধিক স্কোয়াড্রন রয়েছে। এই ঘাঁটিটি ইসফাহান বিমানবন্দরের কাছে অবস্থিত। এ কারণে ইরানের কর্মকর্তারা এখন আকাশ পরিষ্কার করেছেন।

এদিকে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় ছিল।

ইরানের বিমানবন্দর এবং এয়ার নেভিগেশন কোম্পানির মতে, তেহরান, ইসফাহান এবং শিরাজ বিমানবন্দরসহ বেশ কয়েকটি এলাকায় বিমান চলাচল স্থগিত করা হয়েছে। ইরানের বার্তা সংস্থা জানায়, বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রও সক্রিয় করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:২২:৪১ ● ১৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ