জল বলে চল, মোর সাথে চল – অতুলপ্রসাদ সেন

Home Page » সাহিত্য » জল বলে চল, মোর সাথে চল – অতুলপ্রসাদ সেন
সোমবার ● ১৫ এপ্রিল ২০২৪


জল বলে চল, মোর সাথে চল
জল বলে চল,

মোর সাথে চল তোর আঁখিজল,

হবে না বিফল,

কখনো হবে না বিফল।

চেয়ে দেখ মোর

নীল জলে শত চাঁদ

করে টল মল।

জল বলে চল,

মোর সাথে চল। বধু…

বাংলাদেশ সময়: ১৬:০৬:৪২ ● ৩৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ