সিলেটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের লাইনে আগুন, সরবরাহ বন্ধ

Home Page » সংবাদ শিরোনাম » সিলেটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের লাইনে আগুন, সরবরাহ বন্ধ
সোমবার ● ১৫ এপ্রিল ২০২৪


 আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা

 বঙ্গনিউজঃ  সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভেতরের একটি সঞ্চালন লাইনে আগুন লেগেছে। সোমবার সকাল ৯টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আম্বরখানা ফিডারের অধীনে দুটি লাইনে সরবরাহ বন্ধ হয়ে যায়।

দুপুর ১২টার দিকে ক্ষতিগ্রস্ত লাইনে কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির। তিনি জানান, বিদ্যুৎকেন্দ্রে নয়, পরিত্যক্ত এয়ার ফিল্টার থেকে সঞ্চালন লাইনে আগুনের সূত্রপাত।

এর আগে ২০২১ ও ২০২০ সালে কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিশেষ করে ২০২০ সালের ১৭ নভেম্বর অগ্নিকাণ্ডের ঘটনায় ৩১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

বাংলাদেশ সময়: ১৩:০৪:৫১ ● ১৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ