তুই - জেসমিন জেসি

Home Page » সাহিত্য » তুই - জেসমিন জেসি
রবিবার ● ১৪ এপ্রিল ২০২৪


জেসমিন জেসি
তোর হাজার একটা দোষ
তুই দেখতে খারাপ
খারাপ তোর চলন বলন
কথাতে তোর নিমপাতা রস।
তোর চলন বাঁকা শত্রু পক্ষে
খেপে যায় তোর আপন পরের খেলা
তবুও কেন ভালোবাসি জানিস
তোর প্রতিভা সুপ্ত জোসনাতে
তুই কখনোই ভিড়ের মাঝে নস।

বাংলাদেশ সময়: ১:৪১:০৭ ● ৪২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ