আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল হায়দরাবাদ

Home Page » ক্রিকেট » আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল হায়দরাবাদ
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪


ছবি-আইপিএল

বঙ্গনিউজঃ    চার-ছক্কার বৃষ্টিতে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়ল সানরাইজার্স হায়দরাবাদ। বুধবার রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২০ ওভারে ৩ উইকেটে ২৭৭ রান তুলেছে প্যাট কামিন্সের দল।

ব্যাটিংয়ে নেমেই ঝড়ো শুরু করেন ট্রাভিস হেড

এর আগে আইপিএলের ইতিহাসে প্রথম ১০ ওভারে সর্বোচ্চ রানের ইতিহাসও গড়ে হায়দরাবাদ। হার্দিক পান্ডিয়াদের বিপক্ষে প্রথম ১০ ওভারে ১৪৮ রান তোলেন হেড-অভিষেকরা। এতদিন সেই রেকর্ড ছিল মুম্বইয়ের দখলে। ২০২১ সালে সানরাইজার্সের বিপক্ষে ১০ ওভারে ১৩১ রান তুলেছিল মুম্বাই। তালিকার যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছে পাঞ্জাব কিংস। ২০১৪ সালে হায়দরাবাদের বিপক্ষেই ১৩১ রান তুলেছিল তারা।

এদিকে পুরো ইনিংসের হিসেব করলে সানরাইজার্সের আগে সর্বোচ্চ রান ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দখলে। ২০১৩ সালে পুনে ওয়ারির্সের বিপক্ষে ৫ উইকেটে ২৬৩ রান তুলেছিল বেঙ্গালুরু। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস। ২০২৩ সালে পাঞ্জাবের বিপক্ষে ৫ উইকেটে ২৫৭ রান তুলেছিল লোকেশ রাহুবের দল। পরের অবস্থানটিও বেঙ্গালুরুর। ২০১৬ সালে গুজরাট লায়ন্সের বিপক্ষে ৩ উইকেটে ২৪৮ রান করেছিলেন বিরাট কোহলিরা।

আইপিএলে দ্বিতীয় দ্রুততম ফিফটি করেছেন অভিষেক শর্মা

সানরাইজার্স হায়দরাবাদ ২৭৭ রানের ইনিংস খেললেও কোনো ব্যাটার সেঞ্চুরি করতে পারেননি। ৩৪ বলে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেন হেনরিক ক্লাসেন। ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী হায়দরাবাদের ব্যাটাররা। ২৫ বলেই ৪৫ রানের জুটি গড়েন দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল এবং ট্রাভিস হেড। ১৩ বলে ১১ রান করে আউট হন আগরওয়াল। মূলত এরপরই ঝড় শুরু হয় মুম্বাই ইন্ডিয়ান্স বোলারদের ওপর।

৩৪ বলে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন হাইনরিখ ক্লাসেন

২৪ বলে ৬২ রানের ইনিংস খেলেন ট্রাভিস হেড। ১৮ বলে সানরাইজার্স হায়দরাবাদের দ্রুততম ফিফটি করেও টিকিয়ে রাখতে পারেননি। তিনে নামা অভিষেক শর্মা ১৬ বলে ফিফটি করে হেডের মুকুট নিজের মাথায় চাপিয়ে নেন। ২৩ বলে ২৭৩ স্ট্রাইক রেটে ৬৩ রান করেন অভিষেক। ২৮ বলে ৪২ রানে অপরাজিত থাকেন এইডেন মার্করাম।

আইপিএল অভিষেকের দিন ১৭ বছরের কেওয়েনা মাফাকা ৪ ওভারে বিনা উইকেটে ৬৬ রান হজম করেন।

বাংলাদেশ সময়: ১১:৪৪:১৭ ● ১৯২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ