![মধ্যনগরে স্বাধীনতা দিবসে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আলোচনা সভা](https://www.bongo-news.com/cloud/archives/2024/03/bongo-newssadhinotadibos-thumbnail.PNG)
সাজেদা আহমেদ, বিশেষ প্রতিনিধি :
মুক্তিযুদ্ধের অঙ্গীকার, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মহান মুক্তিযুদ্ধের এগারো নম্বর সেক্টরের এক নম্বর সাব-সেক্টর মহিষখলা মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে বুধবার (২৭ মার্চ) বিকালে অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ, সম্ভ্রমহারা দুইলাখ মা-বোন, পঁচাত্তরের পনের আগষ্ট ঘাতকের হাতে বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যগন,বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদগন,জাতীয় চার নেতা ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শাহাদাত বরনকারী এবং বৃটিশ বিরোধী আন্দোলনে মহিষখলার মোহনপুর গ্রামে ইপিআরের গুলিতে শহীদ রবিধাম, সদ্য প্রয়াত টংক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজং ও কলমাকান্দার বীর মুক্তিযোদ্ধা কবি মঞ্জুরুল হক তারা সহ সকল প্রয়াত সকল মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমিকদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
চন্দ্র ডিঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি প্রবীন কবি বকুল মাষ্টারের স্ব-রচিত স্বাধীনতা বিষয়ক কবিতা আবৃত্তি ও শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে আলোচনা সভা শুরু হয়।
উপজেলা উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের
আহবায়ক রাসেল আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কবি হাজং শ্রী দশরথ চন্দ্র অধিকারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম আহবায়ক প্রভাষক দেলোয়ার হোসেন, উপজেলা আদিবাসী ট্রাইব্যাল এসোসিয়েশনের চেয়ারম্যান অজিত হাজং, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম সবুজ, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি বিজিত কুমার সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য ও দৈনিক মানব জমিন মধ্যনগর প্রতিনিধি অমিত হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য ও দৈনিক কালের কণ্ঠ মধ্যনগর প্রতিনিধি আল আমিন সালমান প্রমূখ।