বাড়ি যাবো ঈদে-শাহ জামাল উদ্দিন

Home Page » সাহিত্য » বাড়ি যাবো ঈদে-শাহ জামাল উদ্দিন
বুধবার ● ২৭ মার্চ ২০২৪


বাড়ি যাবো ঈদে

আনন্দের ছেঁড়া ব্যাগ নিয়ে কাঁধে
বাড়ি যাবো এই ঈদে
এক দিন আগে -
বলেছে ওরা ঈদে আনন্দ করবো একসাথে ।

যত আনন্দ তাদের দেবার ছিল
সব পড়ে গেছে ছেঁড়া ব্যগ থেকে
বিভ্রান্ত পথে পথে ।

তবু তারা অপেক্ষায় থাকে
তবু তারা ব্যথা পাবে তবু যারা ভালোবাসে -
কিছু আনন্দ কিছু বেদনা শরির ছুঁয়ে যাবে
সে ঘরের ভেতরে বাড়ির উঠোনে
যদি মন কাঁদে-
বাবই পাখির বাসা খুঁজবো আশেপাশে তালগাছে
হিজল গাছের কাছে যাবো
ভেজা শালিকের খোঁজে ।

আনন্দের ছেঁড়া ব্যাগ নিয়ে কাঁধে বাড়ি যাবো এই ঈদে
এক দিন আগে -
বলেছে ওরা ঈদে আনন্দ করবো একসাথে ।

বাংলাদেশ সময়: ১৪:৫৪:০৫ ● ১৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ