বশেমুরবিপ্রবিপি উপাচার্যের শ্রদ্ধা বীর শহীদদের প্রতি

Home Page » জাতীয় » বশেমুরবিপ্রবিপি উপাচার্যের শ্রদ্ধা বীর শহীদদের প্রতি
বুধবার ● ২৭ মার্চ ২০২৪


ফাইল ছবি

বঙ্গনিউজঃ   মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি)-এর উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন।

মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. অলক কুমার সাহা, অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক মো. রফিকুল আলম এবং উপাচার্যের একান্ত সচিব মো. আরাফাত হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিয়াজোঁ অফিস ও পিরোজপুর অফিসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।

বাংলাদেশ সময়: ১২:০১:৪১ ● ২৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ