নেহা শর্মা লোকসভা নির্বাচনে!

Home Page » বিনোদন » নেহা শর্মা লোকসভা নির্বাচনে!
মঙ্গলবার ● ২৬ মার্চ ২০২৪


 নেহা শর্মা

 বঙ্গনিউজঃ    বলিউড অভিনেত্রী নেহা শর্মার বেড়ে ওঠা রাজনৈতিক পরিবারে। তাঁর বাবা অজয় শর্মা বিহারের কংগ্রেস নেতা ও ভাগলপুরের বিধায়ক। এরপরও অনেকে অবাক হয়েছেন, লোকসভা নির্বাচনে নেহার প্রার্থী হওয়ার খবর শুনে। কারণ একটাই, এই অভিনেত্রীকে কখনও রাজনৈতিক বিষয় নিয়ে জনসম্মুখে কথা বলতে দেখা যায়নি। পারিবারিক পরিচয় আড়ালে রেখেই অভিনয় জগতে কাজ করে গেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, লোকসভা নির্বাচনে নেহার প্রার্থী হওয়ার ঘোষণা অভিনেত্রীর তরফ থেকে নয়, এসেছে তাঁর বাবার কাছ থেকে।

সম্প্রতি রাজনৈতিক বিষয়ে সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে অজয় শর্মা বলেন, ‘ভাগলপুরকে একটা শক্ত ঘাঁটি হিসেবে কংগ্রেসের বিবেচনা করা উচিত, যখন আসন সমঝোতা নিয়ে কথাবার্তা চলছে। যদি আমরা এই আসন পাই তাহলে দলই ঠিক করবে কাকে প্রার্থী করা হবে। তবে যদি আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে বলব, হয় আমি লড়ব, নাহলে আমার মেয়ে নেহা শর্মা এই আসন থেকে প্রার্থী হতে পারে।’

অজয় শর্মা এমন কথা শোনালেও নেহার পক্ষ থেকে এখনও কোনো ঘোষণা আসেনি। তাই দেখার অপেক্ষা, বাবার কথা মেনে নেহাও সেইসব অভিনয়শিল্পীর দলে যোগ দেন কিনা, যারা রাজনীতিতে এসেছেন।

বাংলাদেশ সময়: ১১:০৮:১১ ● ১৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ