বিএসএমএমইউতে নিষিদ্ধ সভা-সমাবেশ

Home Page » শিক্ষাঙ্গন » বিএসএমএমইউতে নিষিদ্ধ সভা-সমাবেশ
রবিবার ● ২৪ মার্চ ২০২৪


---

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এর আগে উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের ব্যক্তিগত সহকারীসহ দুই চিকিৎসককে মারধর করে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনার পর জরুরি বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানান বিএসএমএমইউ- এর প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল।

শনিবার দিবাগত রাতে বিএসএমএমইউ এর প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হলো। কী কারণে নিষিদ্ধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি।

জানা যায়, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের চারজন জ্যেষ্ঠ কর্মকর্তার (চিকিৎসক) ওপর শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। ওই চারজন কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য (ভিসি) মো. শারফুদ্দিন আহমেদের অনুসারী বলে পরিচিত। বিশ্ববিদ্যালয়ে মারামারি ও গন্ডগোলের ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২২:৪৯ ● ১৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ