রাজনীতি ছেড়ে দেবো: ট্রুডো

Home Page » বিশ্ব » রাজনীতি ছেড়ে দেবো: ট্রুডো
শনিবার ● ১৬ মার্চ ২০২৪


 কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

বঙ্গনিউজঃ    কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তিনি প্রতিদিনই ভাবেন রাজনীতি ছেড়ে দেবেন, প্রধানমন্ত্রীর চাকরি ছেড়ে দেবেন। তবে এমন ভাবনা সত্ত্বেও তিনি আগামী নির্বাচন পর্যন্ত নিজের পদ ছাড়ছেন না। 

শুক্রবার (১৫ মার্চ) রেডিও-কানাডাকে দেওয়া এক লম্বা সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রুডো। তিনি বলেন, “এ পর্যায়ে এসে হাল ছেড়ে দেওয়ার মানুষ নই আমি।”

কানাডার নির্বাচন হওয়ার কথা ২০২৫ সালের অক্টোবরের মাঝে। ইতিমধ্যেই ট্রুডো এবং তার রাজনৈতিক দল লিবেরালদের প্রতি ক্রমশ কমছে কানাডার নাগরিকদের সমর্থন। তাদের প্রতিপক্ষ কনজারভেটিভরা এ সুযোগ নিয়ে ঘোষণা করছে ক্ষমতায় এলে তারা কী কী পদক্ষেপ নেবে।

পদত্যাগ করবেন কিনা এ প্রশ্নের জবাবে ট্রুডো বলেন, “আমি প্রতিদিন পদত্যাগ করার কথা ভাবি। আমার কাজটা খুবই কঠিন, ব্যক্তিগত অনেক কিছুতে ছাড় দিতে হয়।”
তবে ট্রুডো এটাও বলেন যে তিনি জনপ্রিয় হওয়ার জন্য বা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য নয় বরং সেবা করার মানসিকতা থেকে রাজনীতিতে এসেছেন।

বাংলাদেশ সময়: ১২:৪৪:১৩ ● ১৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ