শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার লাহিরু থিরিমান্নে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে

Home Page » ক্রিকেট » শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার লাহিরু থিরিমান্নে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে
বৃহস্পতিবার ● ১৪ মার্চ ২০২৪


শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার লাহিরু থিরিমান্নে

বঙ্গ-নিউজ: শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার লাহিরু থিরিমান্নে আজ সকালে অনুরাধাপুরার কাছে থ্রিপানে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। থিরিমান্নে ছাড়াও তার গাড়িতে থাকা আরও তিনজন ব্যক্তি আহত হয়েছেন। ট্রাকের চালকসহ আরও একজন ব্যক্তি হাসপাতালে ভর্তি আছেন।

ঘটনাটি ঘটেছে আজ সকাল পৌনে আটটায়। থিরিমান্নে পরিবারের তিনজন সদস্য নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন। যাত্রাপথেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন এই টপ অর্ডার ব্যাটার। থ্রিপানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়।

লিজেন্ডস লিগে নিউইয়র্ক স্ট্রাইকার্সের জার্সিতে খেলছিলেন থিরিমান্নে। ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতিতে বলেছে, ‘আমরা নিশ্চিত করছি যে লাহিরু থিরিমান্নে এবং তার পরিবার মন্দির দেখার সময় একটি গাড়ি দুর্ঘটনায় শিকার হন। বর্তমানে তারা হাসপাতালে ভর্তি রয়েছে। সৌভাগ্যবশত তারা সকলেই নিরাপদ এবং সুস্থ আছেন। তাদের নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। আমরা এই সময়ে সকলের কাছ থেকে সমর্থন আশা করছি। সেই সঙ্গে আমরা তাদের গোপনীয়তা রক্ষার জন্য অনুরোধ করছি।’

বাংলাদেশ সময়: ১৭:৪৯:৩৫ ● ২১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ