বঙ্গনিউজঃ গাজীপুরের কামরুজ্জামান রকিব সরকারের সঙ্গে বিয়ের পর অভিনয়ে অনেকটা অনিয়মিত হয়ে পড়েছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। ব্যস্ত হয়ে পড়েছিলেন সংসার ও ব্যবসায়। শেষে ব্যস্ততার তালিকায় যোগ হয় রাজনীতি। সেসব ছেড়ে এখন নিজের কাজে মন দিচ্ছেন এই নায়িকা। সেই সঙ্গে তাকে দেখা যাচ্ছে স্টেজ পারফর্ম করতেও।
সম্প্রতি ভালুকায় একটি সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মাহি। এদিন মঞ্চে পারফর্ম করার আগে উপস্থিত সবাইকে মাহি প্রশ্ন করেন, আপনারা সবাই কি আমাকে চেনেন? কি নাম আমার? কেউ কেউ মাহিয়া মাহি বলে চিৎকার করেন আবার কেউ বা ট্রাক ট্রাক বলে চিৎকার করতে থাকেন।
তখন বসলেন, ‘ট্রাকের নির্বাচন করতে করতে নিজের নাম ভুলে গেছি। এখন আমার নামও ট্রাক হয়ে গেছে। আজকে এখানে এসেছি শুধুমাত্র ট্রাক মার্কার জন্য।’
উল্লেখ্য, গেল দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক মার্কায় নির্বাচনে দাঁড়িয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে বিপুল ভোটে পরাজিত হন তিনি।