বঙ্গ-নিউজ: আহলান সাহলান, মাহে রামাদান। বাংলাদেশের আকাশে আজ সোমবার সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। তাই আজ রাতেই সাহরি খেয়ে মঙ্গলবার (১২ মার্চ) থেকে দেশে শুরু হচ্ছে রোজা।
জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, আজ সন্ধ্যায় চট্টগ্রামের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।
পবিত্র রমজানের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ধর্মমন্ত্রী জানান, দেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল মঙ্গলবার থেকেই রোজা শুরু।
ধর্মমন্ত্রী আরও বলেন, আজ রাত থেকে তারাবিহ নামাজ পড়তে হবে এবং রোজা রাখতে শেষ রাতে সাহরি খেতে হবে।
আগের দিন রবিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য ও বিশ্বে বেশ কিচু দেশে পবিত্র রমজানের চাঁদ দেখা যায়। আজ সোমবার ওইসব দেশের মুসলিমরা প্রথম রোজা পালন করেছেন।
বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে পবিত্র মাস রমজান, সিয়াম সাধনার মাস। এই এক মাস রোজা রাখার মাধ্যমে সংযম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করেন মুসলিম উম্মাহ।