ভাগ্য-শাহ জামাল উদ্দিন

Home Page » সাহিত্য » ভাগ্য-শাহ জামাল উদ্দিন
সোমবার ● ১১ মার্চ ২০২৪


ভাগ্য

দিন কেটে গেল কাঁটা লতায় ঘেরা
ভাগ্যের বেড়ার ভেতরে
যেতে পারিনি একবারও
কাছের অথবা দুরের পাহাড়ে কখনো ।

বেচারা গোলাপ একখন্ড জমিন পায়নি
আমার বাগানের ভেতরে
আগাছার অঢেল কথা শুনে গেছে চলে ।

ফুল ফোটে না আমার নয়নতারা গাছে
কাঁটালতা পেঁচিয়ে ফেলেছে তাকে
ধুতরা ফুল অযথা হাসে।

বেড়ার এক কোনে দাড়ানো
বিষন্ন তালগাছ আমি যেন
বিষাদ বাতাস সেখানে ছড়ানো
আর আমার নয়নতারার দীর্ঘশ্বাস
শুনতে পাই এখনো ।

দিন কেটে গেল কাঁটা লতায় ঘেরা ভাগ্যের
বেড়ার ভেতরে
যেতে পারিনি একবারও
কাছের অথবা দুরের পাহাড়ে কখনো ।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:১২ ● ১৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ