সূচনাই কুমিল্লার প্রথম নারী মেয়রের সূচনা করলেন

Home Page » জাতীয় » সূচনাই কুমিল্লার প্রথম নারী মেয়রের সূচনা করলেন
রবিবার ● ১০ মার্চ ২০২৪


নির্বাচিত মেয়র হয়েছেন ডা. তাহসিন বাহার সূচনা

বঙ্গ-নিউজ: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. তাহসিন বাহার সূচনা। ৯ মার্চ, শনিবার সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র পদে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনিই হচ্ছেন কুমিল্লার প্রথম নারী মেয়র।

শনিবার সন্ধ্যা ৭টায় কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন কুমিল্লা জেলা স্কুল অডিটরিয়ামে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। ১০৫ কেন্দ্রের ফলাফলে বাস প্রতীকে ডা. তাহসিন বাহার সূচনা পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীক নিয়ে ২৬ হাজার ৮৯৭ ভোট পেয়েছেন। এছাড়া ঘোড়া প্রতীক নিয়ে নিজাম উদ্দীন কায়সার ১৩ হাজার ১৫৫ ভোট এবং হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম ৫ হাজার ১৭৩ ভোট পেয়েছেন।

এদিকে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু এই ফলাফল প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়েছেন, তাকে পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে।

উল্লেখ্য, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে ডা. তাহসিন বাহার সূচনা। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। প্রথমবার তিনি সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:২২ ● ১৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ