শক্ত বাধন – আব্দুল্লাহ-আল-মাসুদ

Home Page » সাহিত্য » শক্ত বাধন – আব্দুল্লাহ-আল-মাসুদ
শনিবার ● ৯ মার্চ ২০২৪


শক্ত বাধন

অনেকেই আমার প্রেমে পড়েছিলো…
কেউবা রুপের কেউবা দেহের।
কেউবা আবার চাল চলনের।
সত্যিকারে আমার প্রেমে কেউ পরেনি..!
ভেতরের আমাকে কেউ খোঁজেনি।
আমার চাওয়া পাওয়াকে মূল করেনি..!
তার সাধনা বাসনা শেষ হলে আমাকে আর কাছে টানেনি!

শোনো প্রিয়…
রুপের প্রেমে পড়েছো?
লাভ হলো কি?
রুপ তো চিরদিন থাকে না,
রুপের বড়াই একদিন শেষ হয়ে যাবে!
সে দিন কি তোমার ভালোবাসা পালাবে না…?
দেহের প্রেমে পড়েছো?
সেখানে কি পেয়েছো?
দেহ তো একদিন বৃদ্ধ হবে,
সে দিন কি ছেড়ে যাবে না…?
চালচলনের প্রেমে পড়েছো?
তাতেও তো লাভ নেই..!
সবার চলাফেরা কথাবার্তা সবসময় এক থাকে না,
একসময় অরুচি ধরবে।
সে দিন কি পারবে প্রেম যোগাতে…?

জানি তো উত্তর নেই..!
থাকবে কোথায়…!
তুমি তো আমার প্রেমে পড়োনি!
তুমি আমাকে বুঝো নি,
আমার ভেতরের আমি টাকে খোঁজো নি..!

প্রিয়…
একবার আমার প্রেমে পড়ো,,,
ভেতরের আমার খোঁজ করো।
দেখবে একবার আমাকে খুঁজে পেলে,
কোনোদিন পরিবর্তন পাবে না।
নতুন ভাবে নতুন রুপে,
আবার তুমি আমার প্রেমে বার বার পড়বে।।

বাংলাদেশ সময়: ১৫:০৩:০৪ ● ১২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ