নির্মাতার প্রথম পছন্দ মোশাররফ করিম কে

Home Page » বিনোদন » নির্মাতার প্রথম পছন্দ মোশাররফ করিম কে
সোমবার ● ৪ মার্চ ২০২৪


মোশাররফ করিম। ফাইল ছবি

 

বঙ্গনিউজঃ    নাটকে তো তাঁর ব্যস্ততা তুমুল। ব্যস্ত হয়ে উঠেছেন ওটিটির কাজেও। সেই মোশাররফ করিম নতুন বছরে একের পর এক সিনেমার ঘোষণা দিয়ে চমকে দিচ্ছেন। মনে হচ্ছে ২০২৪ সালটা এ অভিনেতার সিনেমার বছরই হবে।

নতুন বছরের জানুয়ারিতে ‘হুব্বা’ নামে কলকাতার একটি সিনেমায় অভিনয় করেছিলেন মোশাররফ, যেটি দুই বাংলায় মুক্তি পেয়েছিল। সেখানে হুগলি জেলার ভয়ংকর মাফিয়া হুব্বা শ্যামল হয়েছিলেন ভার্সেটাইল এ অভিনেতা। আসন্ন ঈদে মোশাররফের আরেক ছবি ‘চক্কর ৩০২’ মুক্তির অপেক্ষায়।

এবার জানা গেল মোশাররফের নতুন আরও একটি সিনেমার খবর। ক’দিন আগে আবু হায়াত মাহমুদের ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ (আমি কালা) সিনেমার ঘোষণা দেওয়া হয়। এটি তাঁর প্রথম ছবি। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে কে থাকছেন, তা এখনও নিশ্চিত করা না হলেও জানা গেছে পরিচালকের প্রথম পছন্দই মোশাররফ করিম। সিনেমার গল্পটিতে অন্ধকারজগতের মাফিয়া হিসেবে মোশাররফ করিমই সবচেয়ে বেশি মানানসই। জানা গেছে ছবিটির গল্প তৈরির টিমে মোশাররফ করিমও অন্যতমছিলেন। চিত্রনাট্যকার ও পরিচালকের সঙ্গে গল্প নিয়ে নানা সময়ই আলাপ-আলোচনা জমেছে।

সব ঠিক থাকলে ছবিটির মুখ্য চরিত্রে মোশাররফ করিমই থাকছেন। যদিও মোশাররফের সঙ্গে লিখিত চুক্তি হয়নি, তবে মৌখিকভাবে সিনেমাটি করবেন বলে পরিচালককে জানিয়েছেন তিনি। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। পরিচালকের ঘনিষ্ঠসূত্রে এমনটাই জানা গেছে।

নব্বই দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করেছে বহু কুখ্যাত নাম! তাদের কেউ বিদেশ পাড়ি দিয়েছে, কেউ আবার ক্রসফায়ারে নিহত হয়েছে! ঢাকার সেই ভয়ংকর অধ্যায়ের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ সিনেমা, যার ট্যাগ লাইন হচ্ছে– ‘আমি কালা’। পরিচালক আগেই জানান, একটিসত্য ঘটনায় অনুপ্রাণিত হয়ে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ (আমি কালা) সিনেমা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এটি মূলত ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প। অপরাধীদের ভয়ংকর জীবনের পাশাপাশি তুলে ধরা হবে প্রেম-ভালোবাসা-ইমোশন। আগামী মেমাসে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা আছে।

পরিচালকের কথা, ‘যেহেতু এটি আমার প্রথম সিনেমা, তাই বড় বাজেটের কাজ হবে। আড়াইশ নাটক নির্মাণের অভিজ্ঞতা প্রথম সিনেমায় কাজে লাগাতে চাই।’ অন্যান্য চরিত্রে থাকবেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, সংগীতশিল্পী প্রীতম আহমেদ।

বাংলাদেশ সময়: ১২:০৯:০৮ ● ২০৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ