কালিয়াকৈরে প্রকাশ্যে হত্যার হুমকি; মোটর সাইকেল ভাংচুর

Home Page » আজকের সকল পত্রিকা » কালিয়াকৈরে প্রকাশ্যে হত্যার হুমকি; মোটর সাইকেল ভাংচুর
বৃহস্পতিবার ● ২৯ ফেব্রুয়ারী ২০২৪


---

কালিয়াকৈর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে একটি মোটরসাইকেল ভাঙচুর করে এক ব্যক্তিকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলার হিজল হাটি এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলো, উপজেলার বড়ইছুটি এলাকার আফাজ উদ্দিনের ছেলে মো: জুয়েল (২৮), খোকন মৃধা (৩৫), মো: রাকিব মৃধা (৩০), মো: রোকন মৃধা (৩৮) এবং ওই একই এলাকার মো: জামাল (৪৫)।

এ ঘটনায় কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গাফ্ফার মন্ড (৩০) এনামের এক ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে একটি এপাসি (আরটিআর) মডেলের মোটর সাইকেল ভাংচুর করে হত্যার হুমকি প্রদান করেছে দুর্বৃত্তরা। জানা যায় তারা কিশোর গাঙ্গের হর্তাকর্তা।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮:৫৯:০৫ ● ৭৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ