দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

Home Page » সংবাদ শিরোনাম » দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
বুধবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৪


ফাইল ছবি

 

বঙ্গনিউজঃ  যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ আকাশ (২১) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার রাত ১টার দিকে যশোর শহরের শংকরপুর বটতলায় এ ঘটনা ঘটে। আকাশ ওই এলাকার তোতা মিয়ার ছেলে। পুলিশ বলছে, তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, অস্ত্র ও মাদক মামলা রয়েছে।

নিহতের স্ত্রীর অভিযোগ, ফেসবুকে একটি পোস্টে কমেন্ট করা নিয়ে একই এলাকার তানভীরের সঙ্গে তার বিরোধ ছিল। তানভীর হোয়াটসঅ্যাপে আকাশকে হত্যার হুমকিও দেয়। রাতে তাকে ফোন করে ডেকে নিয়ে সাব্বির ও তানভীরসহ ১০ থেকে ১২ জন মারধর ও ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, তাকে রাত ১টা ৩৫ মিনিটে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পুলিশ জড়িতদের আটকের জন্য অভিযানে নেমেছে।

বাংলাদেশ সময়: ১২:১৬:৩১ ● ১৫৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ