বিসিবির ব্যাটিং ও বোলিং কোচের নাম ঘোষণা

Home Page » ক্রিকেট » বিসিবির ব্যাটিং ও বোলিং কোচের নাম ঘোষণা
বুধবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৪


 বাংলাদেশের ব্যাটিং কোচ হেম্প (বাঁয়ে) ও পেস বোলিং কোচ অ্যাডামস। ফাইল ছবি

বঙ্গনিউজঃ   বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং ও পেস বোলিং কোচের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়েছে, ব্যাটিং কোচ হিসেবে সাবেক বারমুডিয়ান ব্যাটার ডেভিড হেম্প ও পেস বোলিং কোচ হিসেবে নিউজিল্যান্ডের সাবেক পেস অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামস দায়িত্ব পেয়েছেন।

বিসিবি তাদের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেছে। আগামী ৪ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজ দিয়ে টাইগারদের সঙ্গে কাজ শুরু করবেন তারা।

এর আগে ২৭ ফেব্রুয়ারি হেম্প ব্যাটিং কোচ ও অ্যাডামস পেস বোলিং কোচ হচ্ছেন বলে প্রকাশ
করে।  বিসিবি’র কোচ নিয়োগ কমিটির সুপারিশকৃত নাম থেকে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় তাদের নাম কোচ হিসেবে চূড়ান্ত হয়।

হেম্প এর আগে বাংলাদেশ এইচপি দলের কোচ ছিলেন। জাতীয় দলের ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ হিসেবে নিউজিল্যান্ড সফরেও ছিলেন তিনি। এছাড়া পাকিস্তান নারী ক্রিকেট দলের হেড কোচ ছিলেন তিনি।

অ্যাডামস নিউজিল্যান্ড নারী দলের পেস বোলিং কোচ ছিলেন। খণ্ডকালীন পেস বোলিং কোচ ছিলেন নিউজিল্যান্ড জাতীয় দলেরও। ৪৮ বছর বয়সী অ্যাডামস দেশের জার্সিতে একটি টেস্ট, চারটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ ও ১৭৩টি প্রথম শ্রেণীর ম্যাচে খেলেছেন।

বাংলাদেশ সময়: ১১:২০:৫১ ● ১৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ